ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জাল সার্টিফিকেট তৈরি চক্রের সদস্য আটক

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরির সরঞ্জামসহ জালিয়াতি চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় অভিযান পরিচালনা করে জালিয়াতি চক্রের সদস্য মো. ফজলে রাব্বীকে (৩১) আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি সিপিইউ, দুটি মনিটর, একটি কি-বোর্ড, একটি মাউস, পাঁচটি প্রিন্টার, ১০ বোতল কালি, তিনটি পাওয়ার ক্যাবল, তিনটি ডাটা ক্যাবল, একটি ভিজিএ ক্যাবল, ১৩০টি ধাতব সিল, দুটি তারিখ সিল, নয়টি রাবার সিল, দুটি কার্ড রিডার, দুটি পেনড্রাইভ, একটি এ্যামবুশ সিল মারার ধাতব যন্ত্র, এক পাতা স্ট্রিকার, তিনটি জাল ড্রাইভিং লাইসেন্স, সাতটি জাল সার্টিফিকেট ও ৯০০ পিস সার্টিফিকেট তৈরির কার্টিজ পেপার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, টাকার বিনিময় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতের কাজ করতেন ফজলে রাব্বী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফজলে রাব্বী জানান, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে আসছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।