ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- মোসা. টুনি খাতুন ও মোসা. সুফিয়া খাতুন ওরফে জামিলা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতাররা মনোলোভা কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। ওই সময় মাদক কারবারি টুনি ও সুফিয়াকে ধরে ফেলে পুলিশ।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১,২০২৩
এসজেএ/এমএইচএস