ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে শহীদ মিনারের সজ্জায় ভিন্ন বর্ণমালা, সমালোচনার ঝড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
শরীয়তপুরে শহীদ মিনারের সজ্জায় ভিন্ন বর্ণমালা, সমালোচনার ঝড়

শরীয়তপুর: শরীয়তপুরে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার সাজানো হয়েছিল বাংলা ভাষার পাশাপাশি অন্য ভাষার বর্ণমালা দিয়েও। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

তবে জেলা প্রশাসন বলছেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও অন্য ভাষা সম্মানে এমনটি করা হয়েছে।

জানা গেছে, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ও ইংরেজী বর্ণমালা দিয়ে সাজানো হয় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার। একুশের প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে এমনটি দেখে অবাক হন স্থানীয়রা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

এ ব্যাপারে স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বলেন, অন্য ভাষার বর্ণ ব্যবহার করায় বাংলা ভাষাকে হেয়পন্ন করা হয়েছে।

সিনিয়র আইনজীবী অমিত ঘটক চৌধুরী বলেন, এটা অনিইচ্ছকৃত ভুল হতে পারে। বাঙালি রাষ্ট্র ভাষার দিবসে অন্য ভাষার বর্ণ দিয়ে শহীদ মিনার সাজানোটা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শরীয়তপুর জেলার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট মো. তালুত বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও অন্য ভাষাকে সম্মান করার জন্য এ বর্ণ ব্যবহার করে শহীদ মিনার সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।