ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শশীদল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৩ চোরাকারবারি আটক

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
শশীদল রেলস্টেশনে টাস্কফোর্সের অভিযানে ৩ চোরাকারবারি আটক

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে অভিযান চালিয়ে তিন চোরাকারবারিকে আটক করেছে টাস্কফোর্স।  

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে চোরাচালানের মালামাল তোলার সময় এ অভিযান পরিচালিত হয়।

 

এসময় আটকদের কাছ থেকে ১০ কার্টন ডার্ক চকলেট, দুই হাজার ৪০০টি ডেইরি মিল্ক, ১২ হাজার ২৪০টি পার্ক চকলেট, ৫০০ প্যাকেট ভিক্স চকলেট, পাঁচ হাজার ৫০০টি মেহেদী টিউব, এক হাজার ১৭০ পিস সোডা পানি ও ২৮ ব্যান্ডেল কোবরা বাজি জব্দ করা হয়।  

আটকরা হলেন-হাজেরা বেগম (৫৫), পারুল আক্তার (৬০), আমেনা বেগম (৫০)। এছাড়া শশীদলের মানরা গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ খলিলুর রহমান (৫৫) নামে একজনকে আটক করা হয়।

অভিযানে ব্রাহ্মণপাড়ার সহকারী কমিশনার (ভূমি), জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য, ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
বুধবার রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আটকরা হাজতে আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।