ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
সিলেট পুলিশ সুপার কার্যালয়ে আগুন

সিলেট: সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার সানাউল হক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বৈদ্যুতিক লাইন ছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (মিডিয়া)  শ্যামল বণিক বাংলানিউজকে বলেন, পুলিশ সুপার কার্যালয়ের ৪র্থ তলায় কনফারেন্স হলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো। তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কনফারেন্স হলের বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।