ঢাকা: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো'তে এক বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুস্কো, কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ (গ্রাম: ভাটি কামারী, থানা: সরিষাবাড়ী, জেলা: জামালপুর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার বাংলাদেশ সময় ১২টা ৩৬ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কার্যক্রম চলমান রয়েছে।
মামুনুর রশিদ ১১ অক্টোবর ২০২২ তারিখে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গিয়েছিলেন।
এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য মৃত্যুবরণ করেছেন এবং ২৩২ জন সেনা সদস্য আহত হয়েছেন।
জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।
তাদের এ পেশাদারত্ব, অবদান ও আত্মত্যাগের ফলেই বাংলাদেশ আজ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে নিজের অবস্থান সুসংহত করেছে।
বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এমইউএম/এমজেএফ