নওগাঁ: জেলার পত্নীতলা উপজেলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, একই পরিবারের কয়েকজন নারী ও পুরুষ ভ্যানযোগে নজিপুর সদর থেকে নিজ বাড়ি পাহাড়কাটায় যাচ্ছিলেন। ভ্যানটি আমবাটি মোড় এলাকায় পৌঁছালে ধামইরহাট থেকে ছেড়ে আসা নজিপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়।
পত্নীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এসআইএ