কুষ্টিয়া: কুষ্টিয়ার পৌরসভার মেয়র আনোয়ার আলীর অফিসে চুরির ঘটনা ঘটেছে। শিক্ষাবৃত্তির টাকা, ক্যামেরা, ইলেকট্রনিক ডিভাইস ও কাগজপত্র কক্ষে ছিল বলে জানা গেছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে অফিসে তালা এবং গ্রিল ভাঙা অবস্থায় পায় কর্মচারীরা।
এ ঘটনায় দুপুরে কুষ্টিয়া পৌর মেয়র আনোয়ার আলী এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান।
মেয়র আনোয়ার আলী জানান, চুরির ঘটনা কারা ঘটিয়েছে সেটা জানি না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআরএস