ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীর সঙ্গে অভিমান করে জুলহাস (৩০) নামে এক স্বামী আত্মহত্যা করেছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাপাহাড়িয়ার ঝাউকান্দী পশ্চিমপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জুলহাস উপজেলার মৃত আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় বোন জামাই আব্দুল বাতেন থানায় লিখিত মামলা দায়ের করেছেন।

আড়াইহাজার থানার উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, জুলহাস বিগত ৫-৬ মাস আগে নিজ গ্রামে বিবাহ করে। বিয়ে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়াঝাটি লেগে থাকে। তার স্ত্রী ৩-৪ দিন আগে বাবার বাড়ি চলে যায়। জুলহাস কয়েকবার তাকে আনতে গেলে সে আসেনা। এই বিষয় নিয়ে বাড়িতে পারিবারিকভাবে অন্যান্য সদস্যদের সঙ্গে মনমালিন্য হলে তখন অন্য দিনের ন্যায় নিজের ঘরে ঘুমিয়ে পড়ে সে। বাড়ির অন্যান্য লোকজন ঘুমিয়ে পড়লে তার স্ত্রী ও বাড়ীর লোকজনের সঙ্গে অভিমান করে রাত্র থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যে কোনো সময় সকলের অজান্তে তার বসত ঘরের বাঁশের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন সকালে ডাকাডাকি করলে দরজা না খুললে তখন ঘরের ফাঁকা জায়গা দিয়ে দেখা যায় গলায় ফাঁস দিয়া ঝুলে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।