হবিগঞ্জ: প্রতিপক্ষের নামে মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) করার অপরাধে এক শিক্ষককে কারাদণ্ড দিয়েছেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আদালতের বিচারক ঝুমু সরকার এ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান।
দণ্ডিত এহসানুল হক (৪৫) মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ হাইস্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালে এহসানুল হক তার প্রতিপক্ষ কয়েকজনের বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সেটি প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠায়।
এরপর হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ঝুমু সরকার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে মাধবপুর থানা পুলিশকে আদেশ দেন। পরে অভিযোগটি মিথ্যা উল্লেখ করে মাধবপুর থানার তৎকালীন উপ পরিদর্শক দেবাশীষ তালুকদার আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে গতকাল শিক্ষক এহসানুল হককে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, সাজার আদেশপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করা হবে।
এসআই দেবাশীষ তালুকদার বলেন, এহসানুল হক যে ব্যক্তির নামে অভিযোগ তুলে জিডি করেছিলেন; অভিযোগে উল্লেখ করা সময়ে ওই ব্যক্তি এলাকায় ছিলেন না বলে তদন্তে প্রতীয়মান হয়।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
আরএ