ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
জি-২০ বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন ড. মোমেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

ঢাকা: জি২০-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে বুধবার (১ মার্চ) ভারতের রাজধানী নয়াদিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুই দিনের ওই বৈঠকের ফাঁকে ভারতসহ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

জি২০-এর বৈঠকের ফাঁকে কোন কোন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জানতে চাইলে ড. মোমেন বলেন, তাৎক্ষণিকভাবে সবার নাম বলতে পারছেন না। তবে ফ্রান্স, সুইডেন, ভারত ছাড়াও আরও দুই থেকে তিনটি দেশের মন্ত্রীদের সঙ্গে তার বৈঠক রয়েছে।  

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে তিনি আগামী মাসে (এপ্রিলে) ওয়াশিংটনে যাবেন। সেখানে তিনি বৈঠক করবেন।

এদিকে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন ভারত সফরকালে রাইসিনা সংলাপেও যোগ দেবেন। আগামী ২-৩ মার্চ দিল্লিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
টিআর/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।