ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
ঝিনাইদহে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিঠুন হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।  

বুধবার (০১ মার্চ রাত) ১০টার সময় ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত মিঠুন ঝিনাইদহ সদর উপজেলার মাগুরা পাড়া গ্রামের শাহাজান আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, রাতে ঝিনাইদহ শহর থেকে মিঠুন মোটরসাইকেল যোগে নিজ গ্রামে যাচ্ছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান  মিঠুন।  

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজন মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় চালক হেলপার পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘন্টা, মার্চ ২, ২০২৩
জেডএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।