ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে জেলের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
সাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে জেলের মৃত্যু প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আ. রব সাজ্জাল (৫০) নামে এক জেলে। সঙ্গে সঙ্গে অন্য জেলেরা তাকে কূলে নিয়ে এলেও বাঁচাতে পারলেন না।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মো. হোসেন এমন তথ্য জানিয়েছেন। আ. রব সাজ্জালের বাড়ি ভোলা জেলার সদর উজেলার ডেলুমিয়া এলাকায়।

এফবি তুফান-২ ট্রলারের মালিক মো. ছগির হোসেন জানান, এক সপ্তাহ আগে পাথরঘাটা থেকে বাজার সদয় নিয়ে এফবি তুফান-২ ট্রলারসহ ১৭জন জেলে সাগরে মাছ ধরতে যায়।  মঙ্গলবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গভীর সমুদ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাজ্জাল। ট্রলারে থাকা জেলেরা বুধবার (১ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ঘণ্টাখানেক পর মৃত্যূ হয় তার।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মৃত জেলের বাড়ি ভোলায়, আমরা পরিবারের কাছে খবর পাঠিয়েছি।

এ বিষয় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) আ. জলিল বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।