ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চিত্র শিল্পী কনক চাঁপা চাকমার তুলিতে ‘চার নারী’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
চিত্র শিল্পী কনক চাঁপা চাকমার তুলিতে ‘চার নারী’ 

ঢাকা: আধুনিক কর্মজীবী নারী, গৃহিণী, গার্মেন্টস কর্মী এবং নৃতাত্বিক আদিবাসী তরুণীর মুখচ্ছবি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন একুশে পদক প্রাপ্ত চিত্র শিল্পী কনক চাপা চাকমা। নানা রঙের মিশেলে তাদের অবাক্ষ চিত্র সৃষ্টি করে শ্রদ্ধা জানিয়েছেন সুনিপুণ ভাবে।

বুধবার (১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় ইশোর গ্যালারিতে তাঁর চিত্রিত ছবিগুলো নিয়ে ‘চার নারী’ শীর্ষক চিত্রপ্রদর্শনীর আয়োজিত হয়।

চিত্রকর্মের চার নারী চরিত্র দেশের সামাজিক বিন্যাসের মুখ্য অবদান রেখে চলছে। কনক চাঁপা চাকমার ‘চার নারী’ প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে।

তাদের শ্রদ্ধার্ঘেই ‘চার নারী’ আঁকা হয়েছে জানিয়ে প্রদর্শনীর দর্শকদের কনক চাঁপা বলেন, আমাদের সমাজের স্তম্ভ এই চার নারীর সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য ও মানবাধিকারের মতো বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। চেষ্টা ছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী ও আর্ট কিউরেটররা। একুশে পদকপ্রাপ্ত কনক চাঁপার সৃষ্টি তাদের প্রশংসায় ভূষিত হয়েছে। তাদের মন্তব্য, বাংলাদেশের পরিচয় তুলে ধরেন এমন চার শ্রেণির নারীর চিত্রায়ণের মাধ্যমে একে জীবন্ত করে তুলেছেন কনক চাঁপা চাকমা।

স্বনামধন্য ভিজ্যুয়াল আর্টিস্ট কনক চাঁপা চাকমা তাঁর চিত্রকর্মে বাংলাদেশী নারী ও নৃতাত্ত্বিক আদিবাসীদের জীবনকে চিত্রিত করার জন্য বিখ্যাত। ২০২৩ সালের ২১শে ফেব্রুয়ারিতে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। এ বছর বাংলাদেশের এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিদের মধ্যে তিনিই একমাত্র চিত্রশিল্পী।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, মার্চ ০২, ২০২৩
ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।