ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুণীজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
গুণীজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব

ঢাকা: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। সেজন্য গুণীজনদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।

 

শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘নতুনধরা’ এর সৌজন্যে ‘ড্রিমস শোবিজ’ ও ‘ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট’ আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

‘বাইফা অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, চলচ্চিত্র ও ফ্যাশনসহ শিল্প-সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন তারকা শিল্পী ও গুণীজনদের পুরস্কার দেওয়ার মাধ্যমে সম্মানিত করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড (বাইফা) কর্তৃপক্ষ যে মহান দায়িত্বটি পালন করেছে সেজন্য বাইফা'কে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত চলচ্চিত্র শিল্পে অনেক উন্নতি করেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের দেশে নানা কারণে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে।  

তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্প সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম। বর্তমান সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী চলচ্চিত্র শিল্পের উন্নয়নের মাধ্যমে সংস্কৃতির বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  

মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য (এমপি) ও বিশিষ্ট সংগীত শিল্পী মমতাজ বেগম, বাইফার প্রধান উপদেষ্টা ও নতুনধরার ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদিউজ্জামান এবং ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাইফার প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন 'ইউনিটি ফর ইয়ং জার্নালিস্ট'র সেক্রেটারি এমদাদুল হক তৈয়ব।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।