ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

বাগেরহাট: বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর স্টিল স্ট্রাকচারের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘এমভি হাইডং-৯’।  

রোববার (৫ মার্চ) দুপুরে ১ হাজার ৫৫৬ টন মালামাল নিয়ে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি।

এর আগে ১৯ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।  

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপের খুলনার ব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটিতে এক হাজার ৫৫৬ টন মেশিনারি পণ্য রয়েছে। পণ্যগুলো এখন খালাস চলছে। দুই দিনের মধ্যে খালাস সম্পন্ন হবে। এরপরে নৌপথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।  

তিনি আরও বলেন, এ নিয়ে নবমবারের মতো আমাদের মাধ্যমে বঙ্গবন্ধু রেলসেতুর পণ্য মোংলায় আসলো।  

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেল সেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ টন স্টিল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী এম ভি জুপিটার জাহাজ।

বাংলাদেশ  সময়:  ১৭২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।