ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনার সঙ্গে মোজা বিনতে নাসেরের বৈঠক

মহিউদ্দিন মাহমুদ, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
শেখ হাসিনার সঙ্গে মোজা বিনতে নাসেরের বৈঠক

দোহা (কাতার) থেকে: সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেঠক করেছেন কাতার ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোজা বিনতে নাসের।

সোমবার (০৬ মার্চ) কাতার ফাউন্ডেশন সদরদপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, বৈঠকে মোজা বিনতে নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। তিনি (মোজা বিনতে নাসের) বলেছেন, আপনি ১৭০ মিলিয়ন লোকের উপকার করছেন। আপনি অভাবনীয় সাফল্য অর্জন করেছেন।

একে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি মানুষের জন্য কাজ করি। এটা আমার বাবার স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণের চেষ্টা করছি, আহামরি কিছু করি নাই। তখন মোজা বিনতে নাসের বলেন, না অনেক কিছু করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, মোজা বিনতে নাসের জানতে চেয়েছেন বাংলাদেশ নারী ও শিশুদের জন্য কি করছেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক, শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের উপবৃত্তি, দেশে-বিদেশে স্কলারশিপের জন্য বৃত্তি দিচ্ছে। এছাড়া মানব সম্পদ উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে।

বৈঠকে বাংলাদেশে কাতার ফাউন্ডেশনের সহায়তা কার্যক্রম বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।