ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে অটোরিকশা ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।  

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কাটাখালীর মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

  

নিহতরা হলেন- ভ্যানচালক রাহাত আলী ও যাত্রী রিনা বেগম। এদের মধ্যে রিনা বেগমের বাড়ি নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামে ও রাহাত আলীর বাড়ি পবার পারিলা গ্রামে।  

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে ব্যাটারিচালিত রিকশাভ্যানে করে পুঠিয়ার বেলপুকুরের দিক থেকে আসছিলেন রাহাত ও রিনা বেগম। অপরদিক থেকে ব্যাটারিচালিত অটোরিকশাটি বেলপুকুরের দিকে যাচ্ছিলো।

পথিমধ্যে মোসলেমের মোড় নামক এলাকায় পৌঁছালে অটোরিকশা ও রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহন হন।

স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তামানে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে অটোরিকশাচালক পলাতক রয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান কাটাখালী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এসএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।