ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ৮ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বান্দরবানে ৮ মাদকবিক্রেতা গ্রেফতার গ্রেফতাররা

বান্দরবান: বান্দরবান শহরে অভিযান চালিয়ে ইয়াবাসহ আট মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শনিবার (১১ মার্চ) ভোরে জেলা শহরের বালাঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- আক্তার হোসেন, মো. সোহেল, নান্টু দাশ, রকি, মোহাম্মদ আলী, মো. শাহিন, নুরুল আলম ও রমজান আলী।

এপিবিএন সূত্রে জানা যায়, ভোর রাতে জেলা শহরের বালাঘাটার শৈলশোভা এলাকার আক্তার হোসেনের বাড়িতে একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে চিহ্নিত মাদক মামলার আসামি আক্তারসহ আট জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বান্দরবানের অধিনায়ক আলী আহমদ খান জানান, দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।