ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
খুলনায় ৪৪ কেজি হরিণের মাংসসহ আটক ৩ প্রতীকী ছবি।

খুলনা: সুন্দরবন সংলগ্ন খুলনার কয়রা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৪৪ কেজি হরিণের মাংসসহ ৩ চোরা পাচারকারীকে আটক করা হয়েছে।

রোববার (১২ মার্চ) সকাল ১১টায় উত্তর বেদকাশি ইউনিয়নের গাববুনিয়া গ্রামে অভিযান চালিয়ে ১৭ কেজি হরিণের মাংসসহ ২ জন পাচারকারীকে আটক করে পুলিশ।

 

আটককৃতরা হলেন- খুলনার রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আবুল কাশেম ও খুলনা সদরের পালপাড়া রোডের বদর আল অসীম কোরাইশী।

এর আগে সকাল ১০টার দিকে উপজেলার দেউলিয়া বাজার মৎস্যকাটা থেকে ককসেটের মাধ্যমে ঢাকার উদ্দেশ্য পাচার করার সময় ২৭ কেজি হরিণের মাংসসহ দক্ষিণ বেদকাশি ইউনিয়নের পাতাখালী গ্রামের সাহেব আলীকে আটক করে।

৪৪ কেজি হরিণের মাংসসহ ৩ জন আটকের বিষয়টি নিশ্চিত করেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম এস দোহা বলেন, এ বিষয়ে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।