ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, পলাতক স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
তালাবদ্ধ ঘরে গৃহবধূর লাশ, পলাতক স্বামী আটক

কিশোরগঞ্জ: তালাবদ্ধ ঘরের মেঝেতে নাজমা খাতুন নামে এক গৃহবধূকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমার মরদেহ উদ্ধার করে।

 

ঘটনার পর থেকে নিহতের স্বামী ওমর ফারুক পালিয়ে যান। তবে পুলিশি তৎপরতায় ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ওমর ফারুককে আটক করা গেছে।

রোববার (১২ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার আশুতিয়া নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।

তিনি বাংলানিউজকে জানান, আটক আসামি ওমর ফারুককে পুবাইল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।

আটক ওমর ফারুক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিহত নাজমা খাতুন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার সানবেকা গ্রামের মাহমুদ আলীর মেয়ে।

গাজীপুর মহানগরের পূবাইল থানার করমতলা এলাকায় সুমনের বাড়িতে স্ত্রীসহ ভাড়া থাকতেন ওমর ফারুক। তারা দুজনেই তালটিয়া এলাকার ম্যাক্স কম্পোজিট মৌজা কারখানায় চাকরি করতেন।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।