ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
পঞ্চগড়ের ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা দাবি

ঢাকা: গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় কমপক্ষে ১০৩টি বাড়ির ২৫৯টি বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে আহমদিয়া সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা বাড়ছে, যা মানবাধিকার ও সাংবিধানিক অধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ।

সোমবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ হামলার সুষ্ঠু তদন্ত, বিচার, জবাবদিহিতা ও আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়কারী তামান্না হক রিতী।

তিনি বলেন, গত ৩ মার্চ পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালান জলসা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ ও আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলা, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও আগুনে পোড়ানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজন তরুণ ও বিক্ষোভকারীদের আঘাতে আরও এক তরুণ নিহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, তথ্যানুসন্ধান ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনায় মানবাধিকার ফোরামের কাছে এটা স্পষ্ট যে, এটি পূর্বপরিকল্পিত এবং আহমদিয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংগঠিত। এই হামলা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেয়নি। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আহমদিয়া সম্প্রদায় যে অনুষ্ঠান করবে, তা আয়োজকদের পক্ষ থেকে প্রশাসনকে অগ্রিম জানানো হয়েছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এই প্রশ্ন স্বাভাবিকভাবেই দেশবাসীর মনে উঠছে। যৌক্তিকভাবে এই প্রশ্নের ব্যাখ্যা আমরা চাই। বিষয়টি আমাদের মোটা দাগে উদ্বিগ্ন করে। আমাদের সংবিধানের যে মূল নীতি আছে, তার সঙ্গে এই ঘটনা পুরোপুরি সাংঘর্ষিক। অসাম্প্রদায়িক এবং সকল নাগরিকের সমঅধিকারের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে ধারণ করা আছে। এই হামলার মাধ্যমে সাংবিধানিক চেতনা এবং স্বাধীনতার চেতনাকে পদদলিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশের বৃহৎ দুটি দল অনেক আগে থেকেই এ ধরনের ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে মোকাবিলা করায় আমরা এসব ঘটনার পুনরাবৃত্তি বারবার দেখছি। এসব ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলা করায় দলগুলো মনে করছে, এটা সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি এ ধরনের ঘটনা আরও বড় সমস্যায় পরিণত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফোরামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে আহমদিয়া জামায়াত ইসলামের ঢাকাস্থ অফিস পরিদর্শন করে তাদের সাথে কথা বলে এ বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে

মানবাধিকার ফোরামের উত্থাপিত দাবিগুলো হলো—
১) এ হামলার সাথে জড়িতদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষে চিহ্নিত করে দ্রুততার সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া ও বিচার নিশ্চিত করা।
২) হামলা হওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও আহমদিয়া সম্প্রদায়ের নিরাপত্তা ও জলসা আয়োজনের ক্ষেত্রে যথাযথ পরিবেশ নিশ্চিত না করায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখে জবাবদিহিতা নিশ্চিত করা।
৩) আহমদিয়া সম্প্রদায়ের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা।
৪) আহমদিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে অনলাইন ও অফলাইনে যারা ঘৃণা ছড়াচ্ছে এবং এ সম্প্রদায়ের ওপর হামলায় প্ররোচিত করেছে, সেসব ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কী ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জনগণকে জানানো। আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে দ্রুততার সাথে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া।
৫) পূর্বের সকল হামলার ঘটনায় দায়েরকৃত মামলার বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনসম্মুখে প্রকাশ করা। একইসাথে দ্রুততার সাথে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেপ টি ওয়ার্ডসের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান, ব্লাস্ট-এর অনারারি নির্বাহী পরিচালক সারা হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।