ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ২২ কেজি গাঁজাসহ আটক ৩ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
কালিয়াকৈরে ২২ কেজি গাঁজাসহ আটক ৩ 

ঢাকা: গাজীপুরের কালিয়াকৈরের হরতকীতলা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১।

আটক মাদক কারবারিরা হলেন- মো. নুর মিয়া (৪৫), সাধন চন্দ্র সরকার (৩১), রাশিদা বেগম (৩৫)।

অভিযানে তাদের কাছ থেকে ২২ কেজি গাঁজা, ৩ টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।  

মঙ্গলবার (১৪ মার্চ) প্রথম ভোরে গোপন তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানাধীন হরতকীতলা এলাকার সাবিনা ষ্টোর চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, আটক মাদক কারবারিরা দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সেগুলো কৌশলে ঢাকায় এনে গাজীপুরসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।  

আটক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার মাদকদ্রব্য ও আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসজেএ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।