ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আরজেএফ ঢাকা জেলা শাখা কমিটি ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
আরজেএফ ঢাকা জেলা শাখা কমিটি ঘোষণা  ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) ঢাকা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও ঢাকা জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ।  

বেনজির আহমেদ তার বক্তব্যে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদানের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাংবাদিকদের অবদানের কথা বলে শেষ করা যাবে না। বর্তমান সময়ে এই পেশায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এসব সমস্যা কাটিয়ে উঠে তারা দায়িত্ব পালনে আরও সচেতন ও সফল হবেন বলেও মন্তব্য করেন বেনজির আহমেদ।  

আরজেএফের চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, আরজেএফ ঢাকা জেলা শাখা কমিটির সভাপতি সিদ্দিকুর রহমান আজাদী ও আরজেএফ ঢাকা জেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএমআই/এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।