ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেফতার ৭

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ৭ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া রোহিঙ্গারা হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি।

বুধবার (২২ মার্চ) রাতে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান।

গ্রেপ্তাররা হলেন—১৩ নম্বর ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ ওরফে ফয়েজ (২৫), মো. আলীর ছেলে আব্দুল আউয়াল ওরফে ওয়াহেদ (১৯), দিল মোহাম্মদের ছেলে মো. ইউনুছ (৩৪), ১৯ ক্যাম্পের করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১), দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।

সহকারী পুলিশ সুপার শামসুল আলম খান জানিয়েছেন, গ্রেফতাররা হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি। তাদের উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।