ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চোর খুঁজছে পুলিশ, সিসিটিভিতে সন্দেহভাজন যুবক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৩
চোর খুঁজছে পুলিশ, সিসিটিভিতে সন্দেহভাজন যুবক!

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় এক চুরির ঘটনায় সন্দেহভাজন এক চোরকে খুঁজছে পুলিশ। কোথাও তার সন্ধান পেলে খিলগাঁও পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

খিলগাঁও থানা পুলিশ জানায়, গত ১৫ জানুয়ারি দুপুরে খিলগাঁও থানাধীন ব্লক-সি এর ৫২৪ নম্বর পান্থ নিবাস নামের বাসায় চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক যুবককে ঘটনার আনুমানিক সময়ের পর ওই স্থান থেকে পালিয়ে যেতে দেখা যায়।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুলিশ ওই যুবককে চুরির জন্য সন্দেহ করছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের জন্য ছবি ও ভিডিও ফুটেজে প্রদর্শিত ব্যক্তির সন্ধান চাওয়া হয়েছে।

কেউ ওই ব্যক্তির সন্ধান পেলে খিলগাঁও থানার মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিনকে (০১৭৬৫-০৩২২৮১) অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে ০১৩২০০৪০২১৬ নম্বরে যোগাযোগ করতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।