ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সেপ্টেম্বরে পদ্মা সেতুতে চলবে ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
সেপ্টেম্বরে পদ্মা সেতুতে চলবে ট্রেন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু এলাকা থেকে: স্বপ্নের পদ্মা সেতুতে চলেছে ট্রেন। পরীক্ষামূলক হলেও দেশের মানুষের আশার পালে এটি নতুন হাওয়া।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ২টা ৪০ মিনিটে ট্রায়াল স্পেশাল ট্রেনটি পদ্মা সেতুর রেল পথে ওঠে। ঘণ্টায় গড়ে ২৫ কিলোমিটার গতিতে সেতু পথ পাড়ি দেয় এ বাহনটি।

এর আগে দুপুর ১টা ২১ মিনিটে এ যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেছেন, সেপ্টেম্বর নাগাদ পদ্মা সেতুতে পুরোপুরি ট্রেন চালু হবে। এবং এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুজন বলেন,  সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া থেকে ভাঙ্গা যাত্রী চলাচল উদ্বোধন করবেন। তার নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়িত হয়েছে। ট্রেন চালুর মধ্য দিয়ে পদ্মা সেতু প্রকল্প পূর্ণতা পেল বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, পদ্মা সেতুতে রেল চলাচল বাস্তবায়ন করতে ১০০ কোচ কেনা হয়েছে। এর মধ্যে ৪৫টি কোচ দেশে পৌঁছেছে। বাকি ৫৫টি দ্রুতই পৌঁছবে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।