ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
কুমিল্লায় অস্ত্রসহ গ্রেফতার ৫

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটের তেজের বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছেন নাঙ্গলকোট থানা পুলিশ সদস্যরা।  

মঙ্গলবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আবদুল মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন-চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকার মো. সেলিম (৩০), লক্ষ্মীপুর জেলার চর জগবন্ধুর গ্রামের নূর মোহাম্মদ (৪০), গাইবান্ধার মো. আনোয়ারুল ইসলাম ওরফে কাঞ্চিয়া (২৫), লক্ষ্মীপুর জেলার কালিবিত্তি গ্রামের মো. নুরু উদ্দিন ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মৌলভীবাজার গ্রামের মো. বাদশা (১৯)।  

পুলিশ সুপার মান্নান বলেন, গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে। তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, স্টিলের চাপাতি, লোহার পাইপ ও কাটার জব্দ করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।