ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান রাহাত আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান রাহাত আনোয়ার মো. রাহাত আনোয়ার

ঢাকা: বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়ে (গ্রেড-১) পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার।

মঙ্গলবার (০৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা (গ্রেড-১) কর্মকর্তা মো. আলি কদরকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।