ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জোহান হোসেন নামে একটি শিশুর (৫) মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের নিমতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জোহান টুমচর গ্রামের বড়বাড়ির ঠিকাদার মুক্তার হোসেনের ছেলে।  

স্থানীয়রা জানায়, জোহান বাড়ির সামনের রাস্তায় গেলে দ্রুতগতির একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। এতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।