ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রান্না ঘরে মিলল ছয় সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
রান্না ঘরে মিলল ছয় সন্তানের মায়ের ঝুলন্ত মরদেহ

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে রান্না ঘর থেকে মাসুদা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের নারাইনপুর আগফৌদ গ্রামের বাড়ির রান্না ঘরে তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদা বেগম ওই গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইফতারের অনুমান আধাঘণ্টা আগে বাড়ির লোকজন রান্না ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মাসুদা বেগমের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানান, মাসুদা বেগমের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছেন। তার স্বামী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। পুলিশের ধারণা পারিবারিক মনোমালিন্য থেকে আত্মহত্যার এ ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।