ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পথচারীকে চাপা দেওয়া ট্রাক জব্দ, চালক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
পথচারীকে চাপা দেওয়া ট্রাক জব্দ, চালক গ্রেফতার জব্দকৃত ঘাতক ট্রাক

ঢাকা: রাজধানীর সবুজবাগে এক পথচারী ট্রাকের ধাক্কায় মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক আল-মামুনকে (৩৫) গ্রেফতারসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

রোববার (৯ এপ্রিল) তাকে গ্রেফতারের বিষয়টি জানান সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজার আলী।

তিনি জানান, গত ৩ এপ্রিল ভোরে রিপন দাস (৩৫) নামে একজনকে সবুজবাগের দক্ষিণ বাসাবো এলাকায় একটি ট্রাক বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এ সময় ট্রাকসহ চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনকে উদ্ধার করে চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ও মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার দিনই নিহতের স্ত্রী শিলা রানী দাস (৩০) বাদী হয়ে সবুজবাগ থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা (মামলা নং-৪) করেন।

এরপর থেকেই ঘাতক ট্রাক জব্দ এবং আসামি গ্রেফতারে সম্ভাব্য সব স্থানে তৎপরতা অব্যাহত রাখে পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজধানীর দারুসসালাম থানা এলাকা থেকে ঘাতক ট্রাকের চালক আল-মামুনকে (৩৫) গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ট্রাকটি উদ্ধার করে জব্দ করা হয়।

মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে বলেও জানান এসআই সবুজার আলী।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।