ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অজু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
অজু করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু! পানিতে ডুবে শিশুর মৃত্যু: প্রতীকী ছবি

সিলেট: সিলেটে আরবি পড়া শিখতে গিয়ে ফেরা হলো না সাত বছরের শিশু কন্যা মোছা. আরিফা বেগমের। নদীর তীরে দুই নৌকার নিচে মিলল তার মরদেহ।

রোববার (৯ এপ্রিল) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাকালুকির তীরবর্তী কালিকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মোছা: আরিফা বেগম (৭) ওই গ্রামের আব্দুর রউফ ও অচুফা বেগম দম্পতির মেয়ে।

সিলেট জেলা পুলিশের পরিদর্শক (সহকারী মিডিয়া কর্মকর্তা) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (৯ এপ্রিল)  দুপুরে আরিফা বেগম পাড়ার মসজিদে আরবি পড়া শেষ করে বাড়িতে আসে। এরপর ৩টার দিকে পুনরায় মসজিদে আরবি পড়তে যেতে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে সে আর বাসায়ও ফিরে আসেনি। তখন আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি।

খোঁজাখুঁজির এক পর্যায়ে আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীরা মিলে বরুদল নদীতে নেমে খোঁজাখুঁজি করেন। এ সময় নদী তীরে থাকা দুইটি নৌকার নিচ থেকে আরিফার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শিশুটি অজু করতে গিয়ে হয়তো নদীতে পড়ে গিয়ে মারা যেতে পারে। তবে ঘটনাটি পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।