ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নববর্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
নববর্ষে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা প্রধানমন্ত্রীর

ঢাকা: সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি একটি সুখী ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রার্থনা করেছেন।

বাংলা নববর্ষ ১৪৩০ (পহেলা বৈশাখ, শুক্রবার) উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা থেকে দেশবাসীর উদ্দেশে দেশের সব গণমাধ্যমে প্রচারিতব্য এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী এ প্রার্থনা করেন।

সংক্ষিপ্ত ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই শুভ নববর্ষের প্রাক্কালে আমাদের প্রার্থনা এই যে, আমরা যেন সমস্ত অন্ধকার ও বাধা বিপত্তি দূর করে একটি সুখি ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে পারি।

শেখ হাসিনা বলেন, নানা ধরনের বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে দেশ আরও একটি বছর পার করেছে।

পরিশেষে দেশ-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুভ নববর্ষ।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এমইউএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।