ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
বংশালে ছাদ থেকে পড়ে এক নারীর মৃত্যু

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার পাঁচতলার ছাদ থেকে পড়ে কাজী শাহনাজ (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২৭এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েত টুলি গাঙ্গুলি লেনের বাসায় ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন তিনি।

মৃত শাহনাজের ছেলে  মশিউর রহমান বলেন,বংশাল কায়েতটুলীতে তাদের নিজেদের বাড়ি। তার বাবার নাম জুয়েল আলম। ভোরে তার মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন।  

মশিউর আরো বলেন, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি এমনিতেই পড়ে গেছেন তা বলতে পারছি না।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এজেডএস/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।