ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

অনেকে ঢাকা ফিরছেন, আবার ছাড়ছেনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
অনেকে ঢাকা ফিরছেন, আবার ছাড়ছেনও

ঢাকা: ঈদের ছুটি শেষে সোমবার থেকে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠান খুলেছে। তবে অনেকে অতিরিক্ত ছুটি নিয়ে থেকে গেছেন গ্রামের বাড়িতে।

এবার তারা ঢাকা ফিরতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে।

নীলসাগর এক্সপ্রেসে ঢাকা ফেরা যাত্রী শাহরিয়ার হোসেন বলেন, এবারের ঈদের দুটি যাত্রাই (আসা-যাওয়া) ট্রেনে। ট্রেনের সেবার মান বেড়েছে। তেমন কোনো  ভোগান্তি পোহাতে হয়নি।

আবার ফিরতি ট্রেনে অনেককে ঢাকা ছাড়তেও দেখা গেছে। মূলত ঈদের পর ছুটি নিয়ে তারা ঢাকা ছাড়ছেন।

আজ অধিকাংশ ট্রেনই যথাসময়ে ঢাকা ছেড়ে গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস যথাসময়ে ৬টা ২০ মিনিটে সিলেটের উদ্দেশ্য প্ল্যাটফর্ম ছেড়েছে।

দ্বিতীয় ট্রেন উত্তরবঙ্গের নীল সাগর এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে ঢাকা ছেড়েছে যথাসময়েই।

তবে দেড় ঘণ্টা দেরিতে স্টেশন ছেড়েছে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস। ৯টা ৪০ মিনিটে ট্রেনটি ঢাকা ছেড়ে যায়।  

সুন্দরবন এক্সপ্রেসে ঢাকা ছাড়ছেন শরিফুল ইসলাম নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। তিনি বলেন, ঈদে বিশেষ ডিউটি থাকায় ছুটি পাইনি। এজন্য এখন ছুটিতে যশোর যাচ্ছি।

আরেক যাত্রী শামীম হোসেন বলেন, ঈদের আগে অনেক ভিড় থাকে। ট্রেনের টিকিট পাইনি, বাস ভাড়াও বেশি ছিলো। এজন্য এখন বাড়িতে যাচ্ছি।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারোয়ার বলেন, এখনও ট্রেনে অনেকে ঢাকা ছাড়ছেন। কয়েকটি ট্রেন দেরিতে ছাড়লেও অধিকাংশ যথাসময়ে ঢাকা ছেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২৪০, এপ্রিল ২৭, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।