ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈদের ষষ্ঠ দিনে ঢাকা ফিরছেন অনেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
ঈদের ষষ্ঠ দিনে ঢাকা ফিরছেন অনেকে

ঢাকা: ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবীরা। আজ ঈদের ষষ্ঠ দিনেও অনেকে ফিরছেন কর্মব্যস্ত এ নগরীতে।

 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঈদ ফেরত মানুষদের ফিরতে দেখা গেছে।

তারা বলছেন, গাবতলী থেকে এবারের ঈদ যাত্রায় পোহাতে হয়নি কোনো ভোগান্তি। এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তির।

এদিন দেখা যায়, তুলনামূলক অনেক কম মানুষ ঢাকায় ফিরছেন। বিগত বছরগুলোর তুলনায় এবারে যাত্রীদের চাপ তেমন নেই গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে। প্রায় পাঁচ থেকে ১০ মিনিট পর পর আসছে দূরপাল্লার বাস। সেসব বাস থেকে দুই-চার জন করে যাত্রী নামতে দেখা যায়।

ছুটি শেষ করে মানিকগঞ্জ থেকে গাবতলী এসেছে মো. ফয়সাল আহমেদ। নারায়ণগঞ্জের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। তিনি বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কোনো জ্যাম পাইনি। এবার ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফেরত যাওয়া। এবারও তেমন কোনো জ্যাম পাইনি।

রাজশাহী থেকে এসেছেন রায়হান রহমান। তিনি বলেন, ঈদ যাত্রায় আমি সড়কে তেমন কোনো জ্যাম পাইনি। ছুটি শেষে আবারও রাজধানীতে ফিরে আসলাম। রাজশাহী থেকে আসার পথেও জ্যাম ছিল না। বিগত দিনগুলো থেকে এবারের ঈদ যাত্রা ছিল অনেক স্বস্তিদায়ক।

সেলফি পরিবহনের কন্ডাকটর মো. আকাশ বলেন, পদ্মা সেতু হওয়ার পর থেকে গাবতলীতে বাস যাত্রী অনেক কমে গেছে। এখন যাত্রীদের চাপ হয় সায়দাবাদে। দেখতেই পাচ্ছেন প্রায় খালি বাস নিয়ে আসছি। ৪-৫ জন যাত্রী ছিল এই ট্রিপে।

এর আগে, ঈদ ও শবে কদর মিলিয়ে সরকারি ছুটি ছিল পাঁচ দিন। গত বুধবার (১৯ এপ্রিল) শবে কদরের পর বৃহস্পতিবার (২০ এপ্রিল) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর শুক্রবার (২১ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হয়। যা শেষ হয় রোববার (২৩ এপ্রিল)।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।