ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মে ৬, ২০২৩
৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর মতিঝিলে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ৫০ হাজার ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৯) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৫ মে) দিনগত রাতে মতিঝিলে পূর্বাণী হোটেল সংলগ্ন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামীম হোসেন জানান, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের চালান আনা-নেওয়ার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৫০ হাজার ইয়াবাসহ সাইফুল নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল এর আগেও ফরিদপুরে গ্রেপ্তার হয়েছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান ডিএনসির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, মে ০৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।