ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবককে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
গাজীপুরে যুবককে গলা কেটে হত্যা

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় আশরাফুল আলম (৩৩) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে।  

রোববার (৭ মে) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

আশরাফুল আলম নেত্রকোনার মোহনগঞ্জ থানার কানুহারী এলাকার ওমর ফারুক মিয়ার ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় আশরাফুল আলমের বাবা-মা বাসা ভাড়া থাকতো। আশরাফুল আলম মাঝে মধ্যে সেখানে বেড়াতে যেতো। শুক্রবার (০৫ মে) আশরাফুল তার বাবা-মায়ের বাসায় বেড়াতে যান। শনিবার সন্ধ্যায় ওই বাসায় তালাবদ্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দরজার নিচ দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতর রক্ত দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ শনিবার (৬ মে) রাতে ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে মরদেহ উদ্ধার করে। আশরাফুলের গলাকাটা ছিল। পুলিশের ধারণা বাবা-মা ছেলে আশরাফুল আলমকে চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে ঘরে তালা বদ্ধ করে তার বাবা-মা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে রক্ত মাখা চাপাতি জব্দ করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশরাফুল আলম মাদক সেবন করতেন। এছাড়া তার বিরুদ্ধে চুরির মামলাও রয়েছে। মাঝে-মধ্যে তিনি টাকার জন্য তার বাবা-মায়ের বাসায় আসতেন বলেও জানান এসআই রফিকুল।
 
বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মে ০৭, ২০২৩
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।