ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের এনসিজিজিতে প্রশিক্ষণ নিলেন বাংলাদেশের ৪৫ কর্মকর্তা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মে ৭, ২০২৩
ভারতের এনসিজিজিতে প্রশিক্ষণ নিলেন বাংলাদেশের ৪৫ কর্মকর্তা

ঢাকা: ভারতের ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্ন্যান্স (এনসিজিজি) থেকে বাংলাদেশের ৪৫ জন সরকারি কর্মকর্তা প্রতিষ্ঠানটির ৫৮তম ব্যাচের জন্য  ফ্ল্যাগশিপ ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম (সিবিএফ) ফ্ল্যাগশিপ কোর্স সম্পন্ন করেছেন। কোর্সটি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কার্যকর পাবলিক নীতি ও বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের পাবলিক নীতি, শাসন, প্রযুক্তির ব্যবহার এবং দক্ষতার ক্ষেত্রে নতুন জ্ঞান দিয়ে থাকে।

রোববার (৭ মে) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানায়।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে এনসিজিজি মহাপরিচালক ভারত লাল কর্মকর্তাদের জনগণের প্রয়োজনের প্রতি সাড়া দানের জন্য আহ্বান জানান। তিনি একটি সময়বদ্ধ পদ্ধতিতে জনসাধারণের অভিযোগের প্রতিকারের গুরুত্বপূর্ণ গুরুত্বের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে উন্নয়নমূলক অংশীদারত্বের প্রশংসা করেন।

ভারত লাল বলেন, এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের জন্য নতুন উন্নয়নমূলক দৃষ্টান্ত ও ক্ষমতায়নের একটি প্রচেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ন্যূনতম সরকার, সর্বোচ্চ সুশাসন’-এর নীতি তুলে ধরেন তিনি জনসেবকদের নাগরিক ও সরকারের মধ্যে ব্যবধান কমাতে এবং পুরনো ঔপনিবেশিক মানসিকতা দূর করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে একটি বড় সহায়ক। জনগণকে আরও ভালোভাবে সেবা দেওয়ার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) এই আধুনিক কৌশল শেখা এবং গ্রহণ করা উচিত।

অনুষ্ঠানে অংশ নেওয়া বাংলাদেশের কর্মকর্তারা কোর্সের  প্রশংসা করেন। এ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় ভারতীয় মিশনের সহযোগিতায় এনসিজিজিতে বাংলাদেশের প্রায় ২০৫৫ জন কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

এনসিজিজি ২০১৪ সালে ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় একটি শীর্ষ স্তরের প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এনসিজিজিকে ভারতের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের সরকারি কর্মচারীদের জননীতি, শাসন, সংস্কার, প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এটি সরকারের থিঙ্ক ট্যাংক হিসেবেও কাজ করে। এখান থেকে এ পর্যন্ত ১৫টি দেশের সরকারি কর্মকর্তাদের  প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

৫৮তম কোর্সটি পরিচালনা করেছেন কোর্স সমন্বয়কারী ড. এ. পি. সিং, সহযোগী কোর্স সমন্বয়কারী ড. সঞ্জীব শর্মা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মে ০৭, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।