ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাইনবোর্ডে যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, মে ৯, ২০২৩
সাইনবোর্ডে যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন বাসটি

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ মে) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি (ঢাকা মেট্রো ব: ১৫-১৭৪২) পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, আগুনের ঘটনা রহস্যজনক। আগুনে বাসের অধিকাংশই পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। বিষয়টি তদন্ত চলছে। এটি নাশকতা নাকি অন্যকিছু তা তদন্তের পর বলা যাবে।

তিনি বলেন, ঘটনাস্থলে বাসের কাউকে পাওয়া যায়নি। বাসটি যাত্রী নামিয়ে দিয়ে সাইনবোর্ডে পার্কিং করার পর আগুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।