ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৯, ২০২৩
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে লুবান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে শহরের বাহাদুর পাড়া এলাকার একটি পুকুরে এ ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লুবান পৌরসভার বশিরপাড়া এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্টেশন অফিসার সারোয়ার হোসাইন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তারা পাঁচ জন বন্ধু মিলে পুকুরে গোসল করতে গিয়েছিল। তাদের মধ্যে লুবান সাতার জানতোনা। ডুব দিতে গিয়ে সে পানির নিচে তলিয়ে যায়। এর দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বাংলানিউজকে বলেন, পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।