ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুজিবনগরে গ্রেফতার ৪, হেরোইন জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ৯, ২০২৩
মুজিবনগরে গ্রেফতার ৪, হেরোইন জব্দ

মেহেরপুর: মুজিবনগরে হেরোইন বিক্রেতাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) দুপুরের দিকে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এতথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের হযরত আলীর ছেলে বিপ্লব হোসেন, আব্দুস সালামের স্ত্রী ইরানি সুলতানা, আনন্দবাস গ্রামের মোশাররফ হোসেনের ছেলে সলিম উদ্দীন ও আনন্দবাস গ্রামের আরজুল্লাহর ছেলে জুলফিকার মল্লিক।

ওসি মেহেদী রাসেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে আনন্দবাস গ্রামে অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ জুলফিকারকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের পৃথক টিম একই গ্রামে অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলায় আদালতের পরোয়ানাভুক্ত চারজন আসামিকে গ্রেফতার করা হয়।
আটক জুলফিকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।