ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মে ৯, ২০২৩
বাংলাদেশকে সৌদি বাদশাহর ৭৫ টন খেজুর উপহার

ঢাকা: মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৭৫ টন খেজুর উপহার দিয়েছেন। এসব খেজুর প্রান্তিক মানুষের মধ্যে বিতরণ করা হবে।

মঙ্গলবার (০৯ মে) ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই খেজুর হস্তান্তর করা হয়।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে খেজুর হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাদশাহ সালমান হিউমেনিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে এই খেজুর উপহার দেওয়া হলো। বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে, কিভাবে এটা বিতরণ করা হবে।

তিনি বলেন, সারা বিশ্বে সৌদি বাদশাহ সালমানের ২৫ হাজার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে ৪৩টি প্রকল্প চালু রয়েছে। আশা করছি, খুব শিগগিরই আরও সাতটি প্রকল্প শুরু হবে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। এই খেজুর উপহারের মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০৯, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।