ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজারের ১১২ হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
কক্সবাজারের ১১২ হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র ঘোষণা

কক্সবাজার: অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে জানমাল রক্ষায় কক্সবাজারে ১১২টি হোটেল-মোটেল ও রিসোর্টকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ মে) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার।

সবমিলিয়ে এখন পর্যন্ত কক্সবাজারে আশ্রয় কেন্দ্র ৬৮৮টি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা দ্রুত আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এ কথা চিন্তা করে কক্সবাজার হোটেল-মোটেল গেস্ট হাউস সমিতি থেকে ৫৫টি হোটেল আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। হোটেলের নাম ও মোবাইল নম্বরসহ আমরা প্রকাশ করেছি। মোখা আতঙ্কে থাকা লোকজন আমাদের এখানে আশ্রয় নিতে পারে।

কলাতলী মেরিন ড্রাইভ হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বাংলানিউজকে বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে রক্ষা পেতে আতঙ্কে থাকা মানুষের জন্য আমাদের সমিতি থেকে ৫৭টি হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করেছি। আমাদের হোটেলগুলো সবসময় খোলা থাকবে লোকজন সেখানে আশ্রয় নিতে পারবে।

এদিকে সেন্টমার্টিনের সব হোটেল-রিসোর্ট আশ্রয়ণকেন্দ্র ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান।  

তিনি বলেন, মোখার প্রভাবে বাতাস বেড়ে যাওয়ায় সেন্টমার্টিনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখানকার প্রায় দুই শতাধিক হোটেল-রিসোর্ট রয়েছে। এসব হোটেল-রিসোর্টগুলোকে আশ্রয়ণকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। লোকজন জানমাল রক্ষার জন্য এসব স্থাপনায় আশ্রয় নিতে পারবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।