ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নদীতে মাছ শিকারে জেলেরা, তীরে ফিরে আসতে কোস্টগার্ডের মাইকিং 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
নদীতে মাছ শিকারে জেলেরা, তীরে ফিরে আসতে কোস্টগার্ডের মাইকিং 

লক্ষ্মীপুর: দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মেঘনা নদীতে মাছ শিকারে নেমেছে কয়েকটি জেলে নৌকা-ট্রলার। তাদের তীরে ফিরে আসতে মাইকিং করছে কোস্টগার্ড সদস্যরা।

তবে তাদের আহ্বানেও মাছ ধরার নৌকাগুলোকে তীরে ফিরে আসতে দেখা যায়নি।  

রোববার (১৪ মে) সকালে সরেজমিনে জেলার কমলনগর উপজেলার লুদুয়া এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে বিচ্ছিন্নভাবে কয়েকটি নৌকা-ট্রলার মাছ শিকারে করছে। ঘূর্ণিঝড় মোখার কারণে ৮ নম্বর বিপদ সংকেত থাকলেও তা উপেক্ষা করে তাদের মাছ শিকার করতে দেখা গেছে। ঝড়ের প্রভাবে ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও সকালের দিকে বৃষ্টির গতি কিছুটা বেড়েছে। তবে নদীতে স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।  

কমলনগর উপজেলার কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নদীতে থাকা মাছ ধরার নৌকা-ট্রলারগুলোকে তীরে ফিরে আসার নির্দেশনা দেওয়া হচ্ছে। নৌকাগুলো তীরে ফিরে না এলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানায় কোস্টগার্ড।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মে ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।