ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে তরুণীকে অ্যাসিড নিক্ষেপ, মহিলা পরিষদের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
মৌলভীবাজারে তরুণীকে অ্যাসিড নিক্ষেপ, মহিলা পরিষদের উদ্বেগ

ঢাকা: মৌলভীবাজার জেলার রাজনগর উপজলায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদশ মহিলা পরিষদ।

বুধবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ সুষ্ঠু ও নিরপক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, গত ১৪ মে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় চান্দভাগ চা বাগানে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ করে একই চা বাগানের লাল চান বাউরী। এতে তরুণীর ডান চোখ ও গালের অংশ পুড়ে যায়। এর আগেও নির্যাতনের শিকার ওই তরুণীকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো অভিযুক্ত লাল চান।

এ ঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিছুদিন কম থাকলেও এ ধরনের সহিংসতা আবারো ঘটছে। সম্প্রতি প্রেম ও বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী ও কন্যাদের প্রতি যৌন নিপীড়ন, এসিড নিক্ষেপ ও উত্ত্যক্তকরণসহ ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হত্যা করার মতো ঘটনা ঘটেই চলেছে। নারী ও কন্যাশিশুরা ঘরে-বাইরে নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে, যা পরিবার-সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীর ইতিবাচক অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে।

বিবৃতিতে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে এলাকাভিত্তিক ব্যক্তি, পরিবার ও সমাজকে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানায় মহিলা পরিষদ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ইএসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।