ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর শান্তিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ১৯, ২০২৩
রাজধানীর শান্তিবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১

ঢাকা: রাজধানীর শান্তিবাগে একটি খাবারের হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মেলকার (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ মে) বেলা দেড়টার দিকে শান্তিবাগ মগা হাজীর গলিতে 'বিসমিল্লাহ হোটেলে' এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

হোটেলের ম্যানেজার মো. সুলতান গাজী জানান, প্রায় এক বছর ধরে কর্মচারী হিসেবে ছিলেন উজ্জ্বল। দুপুরে হোটেলের পেছনের পানিতে পেঁপে ধোয়ার কাজ করছিলেন। পরে জুমার নামাজ থেকে হোটেলে ফিরে সেখানে বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন উজ্জ্বলকে। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, উজ্জ্বলের বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামে। তার বাবার নাম সেলিম মেলকার। বর্তমানে শান্তিবাগে একটি বাসায় থাকতেন। বিদ্যুতের কোনো তার ছিঁড়ে লোহার এঙ্গেলে বিদ্যুতায়িত হয়েছিল। তার পাশে বসে কাজ করার সময় কোনোভাবে সেখানে হাত যাওয়ায় উজ্জ্বল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে ধারণা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।