ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢামেকে বন্দির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
ঢামেকে বন্দির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মহসিন উল মুলক (৬৮) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।  

অসুস্থ হয়ে পড়লে শনিবার (২০ মে) ভোরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি নিয়ে আসেন কারারক্ষীরা।

পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মহসিন উল মুলক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের মৃত বরকত উল্লাহ সরকার ছেলে।

সুভাষ কুমার ঘোষ জানান, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন মহসিন উল মুলক। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন কর্তৃক লিখিত ও সিভিল সার্জন কর্তৃক স্বাক্ষরিত DM with HTN with IHD with GM রোগের উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢামেক হাসপাতালের কারারক্ষীদের পাহারায় তাকে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মহসিন উল মুলককে বিজ্ঞ আদালতে হাজিরার জন্য গত ১৯ মে সাতক্ষীরা জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়লে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।