ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুদান থেকে আরও ১৭৮ বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
সুদান থেকে আরও ১৭৮ বাংলাদেশি জেদ্দায় পৌঁছেছেন ফাইল ফটো

ঢাকা: পোর্ট সুদান থেকে আরও ১৭৮ জন বাংলাদেশি নাগরিক জেদ্দায় পৌঁছেছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৩ মে) শাহরিয়ার আলম বলেন, আজ ১৭৮ জনকে জেদ্দা পাঠানোর পর আমরা পোর্ট সুদানের অস্থায়ী ক্যাম্পটি বন্ধ ঘোষণা করেছি।

আমাদের বাংলাদেশিদের সরিয়ে নেবার ঘোষণার পর থেকে সর্বমোট ৯০০ জনকে পোর্ট সুদান থেকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। আমাদের দূতাবাসের বিষয়ে আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেইনি। তবে দ্রুতই সেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি।

উল্লেখ্য, এর আগে কয়েক দফায় সুদান থেকে ৭২১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।